অবশেষে প্রকৃত অভিভাবকের নিকট ভিকটিম ফাহাদ (৯) কে বুঝিয়ে দেওয়া হল

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার ২৬ অক্টোবর রাত অনুমান ১২ টা ৩০ মিনিটের সময় অত্র দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী মুক্তিযোদ্ধা চত্বরের সামনে রাস্তার উপর অনুমান ৯ বছরের একজন ছেলে একা ঘোরাঘুরি করিতেছে দেখিতে পাইয়া জনৈক লিটন মিয়া তাহার ব্যবহ্নত মোবাইল ফোন নাম্বার ০১৯০৯-৩৩১৭০৯ হইতে থানা পুলিশকে সংবাদ দিলে, দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি টহল টিম উক্ত স্থানে উপস্থিত হইয়া ভিকটিমের নিরাপত্তার স্বার্থে তাহাকে থানায় নিয়া আসেন।


বিজ্ঞাপন

পরবর্তীতে ভিকটিম’কে তাহার নাম-ঠিকানা জিজ্ঞাসা করিলে, সে তাহার নাম-ফাহাদ (০৯), পিতা-জসিম, মাতা-বেগম বলিয়া জানাইলেও ঠিকানা জানেনা বলিয়া জানায়।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও সামাজিক যোগযোগ মাধ্যমে সংবাদ প্রাপ্ত হইয়া ভিকটিমের চাচা মোঃ মিজানুর রহমান (৪৮) পিতা-মোঃ আব্দুল খালেক, সাং- নোয়াগাঁও, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর মঙ্গলবার ২৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭ টার সময় দক্ষিণ সুরমা থানায় আসিলে, ভিকটিমকে তাহার হেফাজতে প্রদান করা হয়।