বিমান বাহিনী প্রধানের রাশিয়া সফর শেষে দেশে প্রত্যাবর্তন

জাতীয়

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিইউপি, এনএসডব্লিসি, এফএডব্লিসি, পিএসসি সরকারী সফর শেষে গতকাল শুক্রবার ২৯ অক্টোবর রাশিয়া হতে দেশে প্রত্যাবর্তন করেছেন। উল্লেখ্য যে, বিমান বাহিনী প্রধান স্ব-স্ত্রীক এবং দুইজন সফরসঙ্গীসহ Ministry of Defence, The Russian Federation এবং Federal Service for Military Technical Cooperation (FSMTC) of Russia এর আমন্ত্রণে গত ২০ অক্টোবর এক সরকারী সফরে রাশিয়ায় গমন করেছিলেন।


বিজ্ঞাপন

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান Commander in Chief of the Aerospace Forces, Russian Federation, General Surovikin Sergey Vladimirovich এর সাথে এক সৌজন্য সাক্ষাত করেন এবং পারস্পরিক স্বাথ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

এছাড়াও, তিনি রাশিয়ার খ্যাতনামা প্রতিষ্ঠান ROSOBORONEXPORT এর মহাপরিচালক এবং ন্যাশনাল এভিয়েশন সার্ভিস কোম্পানি (NASC) এর প্রতিনিধির সাথে সৌজন্য সাক্ষাত এবং পেশাগত বিষয়ে আলোচনা করেন।

রাশিয়ায় অবস্থানকালে বিমান বাহিনী প্রধান বিভিন্ন বিমান এবং হেলিকপ্টার এর Production Plant সহ রাশিয়ার বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করেন।

বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় ও পেশাগত খাতে পারস্পারিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত হবে বলে আশা করা যায়।

এছাড়াও, এই সফরের মাধ্যমে রাশিয়ার শীর্ষ পর্যায়ের সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে ফলপ্রসু মতবিনিময় করার সুযোগ সৃষ্টি হয়।

যার ফলে, বাংলাদেশ বিমান বাহিনীতে উন্নত প্রযুক্তির সংযোজন, সরঞ্জামাদি সংগ্রহ ও রক্ষণাবেক্ষণে গতিশীলতা এবং সক্ষমতা বৃদ্ধির বিশেষ সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যায় ।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান রাশিয়া সফর শেষে দেশে প্রত্যাবর্তনের পূর্বে ইউএই (দুবাই) এ অনুষ্ঠিত ‘Dubai Expo-2020’ পরিদর্শন করেন।