স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদান দিবসে মমেক’র কর্মসূচী

স্বাস্থ্য

নিজস্ব প্রতিনিধি : ঙ্গলবার ২ নভেম্বর স্বেচ্ছায় রক্ত দান ও মরনোত্তর চক্ষুদান দিবস, এই দিবসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রক্ত দানে উদবুদ্ধকরণ ও রক্তরোগীদের সুবিধার্থে গৃহীত কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।


বিজ্ঞাপন

রক্তদানে সকলকে উৎসাহিত করতে প্রত্যেক স্বেচ্ছায় রক্তদানকারীকে অত্র হাসপাতালের পক্ষ থেকে একটি রক্তদাতা কার্ড প্রদান করা হয়। রক্তের গ্রুপ সহ স্বাস্থ্যগত তথ্যাদি এই কার্ডে লিপিবদ্ধ থাকে। রক্তদানের তারিখ এবং রেজিস্ট্রেশন নম্বর প্রত্যেক রক্ত দানের সময় লিপিবদ্ধ করা হয়।

প্রতি পাঁচবার রক্তদানের জন্য রক্তদাতাকে সম্মানিত করা হয়।

স্বেচ্ছায় রক্তদানের সকলকে অনুপ্রাণিত করতে অত্র হাসপাতালের রক্তদান কক্ষটি আধুনিকায়ন করা হয়েছে। শীতাতপ নিয়ন্ত্রণের মাধ্যমে কক্ষটি রক্তদাতাদের জন্য আরামপ্রদ করা হয়েছে।

থ্যালাসেমিয়া রক্তরোগীদের সুবিধার্থে গৃহীত পদক্ষেপসমূহ যথাক্রমে উল্লেখ করা হলো,

প্রত্যেক থালাসেমিয়া রোগীকে অত্র হাসপাতালের পক্ষ থেকে একটি কার্ড প্রদান করা হয়। ব্যক্তিগত সকল তথ্যের পাশাপাশি তার রক্ত গ্রহণের তারিখ সেখানে লিপিবদ্ধ থাকে এবং এই রোগ সংক্রান্ত ঔষধ পত্রও বিনামূল্যে প্রদান করা হয়।

থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার জন্য ডে কেয়ার সেন্টার আধুনিকায়ন করা হয়েছে।

পুরুষ ও মহিলা রোগীদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।

বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে এবং শীতাতপ নিয়ন্ত্রণের মাধ্যমে রোগীদের অবস্থান আরামপ্রদ করা হয়েছে।