কাফরুলে নিউ রয়েল কনফেকশনারিকে জরিমানা

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার ২ নভেম্বর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় কাফরুল থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালত কর্তৃক এক অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন

অভিযান পরিচালনা কালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে গুণগত মান সনদ (সিএম লাইসেন্স) ও ছাড়পত্র ব্যতিত বিক্রি, বিতরণ ও বাজারজাতের অপরাধ প্রমাণিত হওয়ায় নিউ রয়েল বেকারী এন্ড কনফেকশনারী, ১০৮৮, ইব্রাহীমপুর, কাফরুল, ঢাকা ও একতা আনন্দময়ী বেকারী, ৪৩/২/২, ইব্রাহীমপুর, কাফরুল, ঢাকা-কে যথাক্রমে ৫০,০০০.০০+ ২৫,০০০.০০ টাকা মোট ৭৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়।

উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে এ এফ এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।