সরিষাবাড়ীতে জেল হত্যা দিবস পালিত

সারাদেশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দিন আহমদ, এ এইচ এম কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনছুর আলী কে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে তাদেরকে হত্যা করে স্বাধীনতা বিরোধীরা। জাতীয় চার নেতার স্মরণে বুধবার জেলহত্যা দিবস উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে দিয়ে যথাযথ মর্যাদায় পালন করেছে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।দলীয় কর্মসূচীর মধ্যে সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জেলহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও চার নেতা সহ সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ লতিফ, মোস্তাফিজুর রহমান শাহজাদা,জামালপুর জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,পৌর আওয়ামীলীগের সভাপতি ও সরিষাবাড়ী কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান মিজান,উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ,পৌর ছাত্রলীগের প্রতিষ্ঠা কালীন সভাপতি নূর -ই আলম বাবু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম,সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি ভিপি, সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম ,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জহুরা লতিফ,সাধারণ সম্পাদক মাহমুদা শিখা,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, যুব মহিলা আওয়ামীলীগের সভাপতি অনুপমা সূত্রধর প্রমুখ। আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুল গনি।


বিজ্ঞাপন