তিতাসের মৃত্যুর ঘটনা তদন্তে নৌপরিবহন মন্ত্রণালয়ের কমিটি পুনর্গঠন

অপরাধ আইন ও আদালত এইমাত্র জাতীয় জীবন-যাপন

নিজস্ব প্রতিবেদক : একজন যুগ্ম সচিবের নেতৃত্বে আগের দুই সদস্যের কমিটির দুজনকেই বহাল রেখে নতুন করে একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়কের দায়িত্ব দিয়ে গত বুধবার নৌপরিবহন মন্ত্রণালয় এক অফিস আদেশ জারি করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিকের নেতৃত্বে পুনর্গঠিত কমিটিকে সরেজমিনে তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান ও উপসচিব এসএম শাহ্ হাবিবুর রহমান হাকিম। গতকাল বৃহস্পতিবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। নৌ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রথম তদন্ত কমিটির দুই কর্মকর্তাই পুনর্গঠিত কমিটিতে রয়েছেন। ২৯ জুলাই থেকে সাত কার্যদিবসের মধ্যে তাদেরকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। নড়াইলের কালিয়া পৌর এলাকার ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্র তিতাস গত গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পায়। গুরুতর অবস্থায় তাকে একটি অ্যাম্বুলেন্সে নিয়ে ঢাকার পথে রওনা হয় তার পরিবার। পদ্মা নদী পেরিয়ে রাজধানী যেতে তারা মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে ফেরিতে উঠে। কিন্তু ভিআইপি আসার কথা বলে বিআইডব্লিউটিএর দায়িত্বরত কর্মীরা ঘাটেই তিন ঘণ্টা ফেরি দাঁড় করিয়ে রাখে। রাত ১১টার দিকে সরকারের এটুআই প্রকল্পে দায়িত্বরত যুগ্ম সচিব আবদুস সবুর ম-লের গাড়ি এলে ফেরি মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের উদ্দেশ্যে রওনা হয়।কিন্তু এর মধ্যে মস্তিষ্কে রক্তক্ষরণে অ্যাম্বুলেন্সেই মারা যায় তিতাস। তার পরিবারের সদস্যদের অভিযোগ, পুলিশ ও বিআইডব্লিউটিএর কর্তাদের অনুরোধ করেও সেদিন কোনো কাজ হয়নি। সরকারি জরুরি সেবার হটলাই ৯৯৯ এ ফোন করা হলেও ফেরি দ্রুত ছাড়তে কেউ কোনো উদ্যোগ নেয়নি। এঘটনায় মন্ত্রণালয়ের বাইরে মাদারীপুর জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আলাদা কমিটি গঠন করেছে। তিতাসের মৃত্যুতে তিন কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে হাই কোর্টে করা একটি রিট আবেদনে আদালত রুল জারি করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে যে সব ক্ষেত্রে ‘ভিআইপি’ সুবিধা প্রযোজ্য নয়, আর ফেরি পারাপারের মত ক্ষেত্রে যে অ্যাম্বুলেন্সকে অগ্রাধিকার দিতে হয়- সে কথাও মনে করিয়ে দিয়েছে।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *