সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নাম তালিকায় না থাকার প্রতিবাদে নির্বাচনী তফসিল ঘোষণার দাবীতে ২ ঘণ্টাব্যাপী মানব বন্ধন,সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইউনিয়ন বাসী। বৃহস্পতিবার দুপুরে তারাকান্দি-ভুয়াপুর সড়কের পিংনা মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়েছে।
কর্মসূচি শেষে সমাবেশে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ওয়াকার হাসান বাবন,সাবেক ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ছানোয়ার হোসেন ছানা, বীরমুক্তিযোদ্ধা হাসান আলী, পিংনা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ইসা আলম,পিংনা সুজাত আলী কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ,পিংনা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আল মামুন,যুগ্ম সম্পাদক রেজাউল হক সজনু সহ প্রমুখ। উক্ত কর্মসূচিতে বক্তারা আলহাজ্ব ডা: মুরাদ হাসান এর নিকট ৪র্থ তফসিল হতে বাদ পড়া পিংনা ইউনিয়নটির নির্বাচনী তফসিল ঘোষণা করার জন্য প্রশাসনের মাধ্যমে পদক্ষেপ গ্রহণের দাবী জানান।বক্তারা আরও বলেন বর্তমান ইউনিয়ন চেয়ারম্যান খন্দকার মোতাহার হোসেন এর কূটকৌশলে ইউনিয়নবাসীকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে তফসীল থেকে পিংনা ইউনিয়নটি বাদ দেওয়া হয়েছে। তাকে অবাঞ্চিতের ঘোষণা সহ পরিষদে আসা থেকে বিরত থাকার ঘোষণা দেন তারা। অন্যথায় কঠোর কর্মসূচি গ্রহণের হুশিয়ারী দেন বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা।