ইন্টারপোল সম্মেলনে পুলিশ প্রতিনিধিদের সাথে আইজিপির সাক্ষাৎ

অপরাধ আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) তুরস্কের পুলিশ প্রধান Mehnet Aktas এর সাথে সাক্ষাৎ করেছেন।
এছাড়া, তিনি মালয়েশিয়া এবং আসিয়ানাপোলের পুলিশ প্রতিনিধিদের সাথেও সাক্ষাৎ করেছেন।


বিজ্ঞাপন

সাক্ষাতকালে বাংলাদেশের পুলিশ প্রধান সাইবার ক্রাইম, ট্রান্সন্যাশনাল ক্রাইম শনাক্ত ও দমন কৌশল ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ অপরাধ দমন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়েও প্রতিনিধিদলের সাথে মতবিনিময় করেন।

আইজিপি তুরস্কে ৮৯ তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলিতে অংশগ্রহণের পাশাপাশি বন্ধুপ্রতিম দেশসমূহের পুলিশ প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ পুলিশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করছেন।

তিন দিনব্যাপী এ সম্মেলন আজ ২৩ নভেম্বর তুরস্কে শুরু হয়েছে।
আগামী ২৫ নভেম্বর সম্মেলন শেষ হবে। ইন্টারপোলের ১৯৪টি দেশের পুলিশ প্রতিনিধিগণ সম্মেলনে অংশ নিচ্ছেন।