মিরপুরে বাবা ছেলের প্রতারনার শিকার কলেজ ছাত্রী সুমাইয়া

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : সালটা ছিল ২০১৫ হঠাৎ করে সুমাইয়ার জীবনে নেমে আসে জীবন যাত্রা। শাহ আলী থানাধীন নবাবের বাগের বাসিন্দা ছালেমউদ্দিনের বখাটে ছেলে সাব্বিরের ভয়ংকর থাবার শিকার হতে বাধ্য হতে হয় সুমাইয়ার। যদি তার কথা না সুনি তাহলে জীবন রাখবেনা বলে হুমকিও দেই এই বখাটে ছেলে সাব্বির। কিনতু কেন? ২০১৫ সাল থেকে শুরু করে ২০১৮ সাল চলে আসে। সুমাইয়াকে বাধ্য করে তার প্রেমে পড়তে। ২০১৮ সালে বখাটে সাব্বিরের কথা মত তার প্রেমে পড়ে যায় এবং বিভিন্ন সময় কু প্রস্তাব দিতে থাকে। কোন কিছুতেই যখন রাজি না হয় তখন সাব্বিরের বন্ধু রাকিবের বাসায় আমাকে ডেকে নিয়ে যায় এবং আগে থেকে পরিকল্পনা অনুযায়ী সুমাইয়ার কিছু আপত্তিকর ছবি তুলে রাথে বখাটে সাব্বির এবং রাকিব। তার পর আশে পাশের লোক জানা জানি হলে সাব্বিরের বাবা ছালেম উদ্দিন সুমাইয়া এবং তার মা বাবা কে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে থাকে। এবং কাউকে বললে জানে মেরে ফেলার হুমকিও দিতে থাকে সাব্বিরের বাবা। ছালেম উদ্দিন বাসু মাডারের আসামী হওয়াই ভয়ে মুখ খোলেনি কেউ।তারপর সেই ছবি দেখিয়ে ব্লাক মেইল করে স্বামী স্ত্রীর মত ব্যাবহার করতে থাকে এই সাব্বির। সুমাইয়ার পেটে ৪ মাসের সন্তান আসে বলে যখন জানতে পারে তখন শাহ আলী থানায় একটা সাধারন ডায়েরী জি ডি করেন সুমাইয়ার পরিবার। তারপর শাহ আলী থানার ওসি ছালেমউদ্দিন কে থানায় ডেকে এনে মামলার কথা বললে ছালেমউদ্দিন মামলার ভয়ে বিয়ে দিতে রাজি হন এবং বলেন বাচচা নষ্ট করে ফেলো তাহলে বিয়ে দিবো। তখন বাধ্যা হয়ে বাচ্চা নষ্ট করেন সুমাইয়া। এবং মিরপুরে গোলার টেকে এলাকার একটা নারসিং হোমে বাচ্চা নষ্ট করান।এর পর ২৬/০৮/২০২১ তারিখে ২লাখ ৫০ হাজার টাকা কাবিন নামায় বিয়ে হয় সাব্বির এবং সুমাইয়ার। বিবাহের দিন সবাই উপস্থিত থাকলেও প্রতারক সাব্বিরের বাবা প্রতারক ছালেমউদ্দিন বিয়ের কথা অশিকার করে বলেন। বিয়ের সময় আমি ছিলাম না। এবং আমার ছেলে ডিভোর্স দিয়ে দিয়েছে। কি কারনে ডিভোর্স দিয়েছে জানতে চাইলে কোন উত্তর দিতে পারেন নি ওই খুনি প্রতারক ছালেমউদ্দিন সরেজমিনে ঘুরে জানা যায়। এই সাব্বির এবং তার বাবা নবাবের বাগের বাসিন্দা হলেও কেউ তাদের ভাল চোখে দেখেনা। প্রতারনার কথা জানতে চাইলে। কলেজ ছাত্রী সুমাইয়া বলেন। ওরা বাবা ছেলে মিলে আমার জীবন টা নষ্ট করেছে আপনারা এর বিচার করেন। এমন কথা বলেই কেদে ফেলেন সুমাইয়ার আরো বলেন। আমি কোর্টে মামলা করেছি সেই মামলা পি বি আই তদন্ত করতেছে। তবে প্রতারক সাব্বির যে কোন সময় পালিয়ে বিদেশে চলে যেতে পারে বলেও জানান সুমাইয়া।আরো কিছু আসছে আগামী প্রতিবেদনে।


বিজ্ঞাপন