সরিষাবাড়ীতে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা বিষয়ে অবহিতকরণ কর্মশালা 

সারাদেশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে “ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দিনব্যাপী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমসিএইচ-সার্ভিসেস এর পরিচালক ডাঃ মোহাম্মদ শরীফ,পরিবার পরিকল্পনা ময়মনসিংহ বিভাগের পরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল,জামালপুর জেলা পরিবার পরিকল্পনার উপ পরিচালক ডাঃ সাজদা ই জান্নাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠানসহ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগীয় কর্মকর্তা,  কর্মচারী, সেবাদানকারী ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো এবং নিরাপদ প্রাতিষ্ঠানিক হাসপাতাল,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। স্বাভাবিক  প্রসব করণে উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজনে করা হয়। এতে করে বাণিজ্যিক হাসপাতালে করা অপ্রয়োজনীয় সিজারিয়ানের হার কমবে বলে জানান আলোচকরা।