নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের দীর্ঘ পথ পরিক্রমার অগ্নিসাক্ষী জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম এঁর মৃত্যু’তে বাংলাদেশ এক উজ্জ্বল নক্ষত্রকে হারালো।
গত শতকের ষাটের দশকে তাঁকে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে পেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশিষ্ট এই গুণী লেখক ও গবেষকের সাহিত্য কর্ম বাঙালি জাতিকে সবসময়ই মু্ক্তিযুদ্ধের চেতনায় ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।
তিনি মনেপ্রাণে জাতির পিতার আর্দশকে ধারণ ও লালন করতেন এবং মুজিববর্ষের নানা আয়োজন সফল করতে দক্ষতার সাথে কর্মকাণ্ড পরিচালনা করেছেন।
প্রধানমন্ত্রীর প্রিয় এই শিক্ষকের মহাপ্রয়াণে ঢাকা রেঞ্জ পুলিশের পক্ষ থেকে আমরা শোকাহত।