দক্ষিণ রায়পুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজিরা না দিয়েই বেতন পান

অপরাধ

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে বুধবার ৪টি অভিযোগের বিষয়ে ১টি অভিযান পরিচালনা করাসহ ৩দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে এবং পদক্ষেপ গ্রহণ করা হয়েছে


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণ রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গোপালগঞ্জ সিলেটের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দায়িত্ব পালন না করে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থেকে নিয়মিত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, সিলেট-এর সহকারী পরিচালক মোঃ আশরাফ উদ্দিন নেতৃত্বে গতকাল বুধবার ১ ডিসেম্বর একটি অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম।


বিজ্ঞাপন

দুদক টিম সরেজমিনে উপজেলা শিক্ষা অফিস ও স্কুল পরিদর্শন করে এবং অভিযোগ প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাথে কথা বলে।

অভিযানকালে দুদক টিম অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেছে। আরও কিছু নথিপত্র সরবরাহ জন্য অনুরোধ করেছে।

অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাইপূর্বক অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে। এক্ষেত্রে সুনির্দিষ্ট সুপারিশসহ কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ৩ টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।