সড়কের কার্পেটিং কাজ পরিদর্শন রাসিক মেয়রের

রাজশাহী

রাজশাহী প্রতিনিধি : সোমবার রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নগরীর ৬ নং ওয়ার্ডের লক্ষ্মীপুর প্যারামেডিকেল হতে চামাড়পাড়া সিটি বাইপাস রোড পর্যন্ত কার্পেটিং কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।


বিজ্ঞাপন

সোমবার বিকেলে চলমান এ কার্পেটিং কাজ পরিদর্শন করেন সিটি মেয়র মহোদয়। এ প্যাকেজের আওতায় ৫ শ মিটার কাজ সম্পন্ন হচ্ছে। নগরীর বিভিন্ন ওয়ার্ডে রাস্তার উন্নয়ন কাজ চলমান রয়েছে।

পরিদর্শনকালে রাসিকের ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরুজ্জামান, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, রাজশাহী মহানগরীর সমন্বিত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, ঠিকাদারী প্রতিষ্ঠান তানভির কনস্ট্রাকশন লিমিটেডের পরিচালক মাসুদুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক নুরুজ্জামান শাহ, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, উপ-সহকারী প্রকৌশলী প্রভাত কৃষ্ণ সরকার, উপ-সহকারী প্রকৌশলী ফররুখ আহমেদ, কার্যসহকারী আলমগীর কবির, কল্যান কুমার জয় ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।