শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের শিক্ষার্থীদের পুনর্মিলনীর প্রস্তুতিমূলক সভা

জাতীয়

নিজস্ব প্রতিবেদক: শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনষ্টিটিউটের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের অনুষ্ঠিতব্য পুনর্মিলনী সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা ২৫ ডিসেম্বর শনিবার সকালে ময়মনসিংহ পিটিআই মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইনষ্টিটিউটের প্রথম ব্যাচের শিক্ষার্থী ও জামালপুর হর্টিকালচার সেন্টারের উপ-সহকারী উদ্যান কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন শাহীন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল ও আরো ৫০জন। আলোচনা শেষে পুনর্মিলনী সফল করার লক্ষ্যে সর্বসম্মতিক্রমে লায়ন মোঃ গনি মিয়া বাবুলকে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি (সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ) গঠন করা হয়।অন্য উপদেষ্টারা হলেন, মোঃ আলতাফ হোসেন, খন্দকার আবুল হাসান বাদল (আমেরিকা প্রবাসী), জিয়াউর রহমান খান ও মোঃ শফিউল্লাহ। এছাড়া মোঃ ইসমাইল হোসেন শাহীনকে আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট পুনর্মিলনী বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক মোঃ আকরাম হোসেন, গোলাম আযম হিরন, বাবুল হোসেন খান, রফিকুল ইসলাম রতন ও মোঃ ইসরাফিল। অর্থ সচিব আশরাফ হোসেন ইকবাল, সদস্য অপু সরকার, আইয়ুব খান, শাহ আলম, গোলাম মোস্তফা, মফিজুর রহমান তুহিন, হাসনাত শামীমা শিলা, আব্দুল কুদ্দুস, ওয়াহিদুজ্জামান খান, আনোয়ার সাদাত, আতিকুর রহমান, মিজানুর রহমান, ইসরাত জাহান রিতা ও রিতা রানী, সদস্য সচিব মোস্তফা আনোয়ার টারজান। বাস্তবায়ন কমিটি উপদেষ্টা কমিটির পরামর্শ গ্রহণ করে সুষ্ঠভাবে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করবে। উপদেষ্টা কমিটি পুনর্মিলনী অনুষ্ঠানের নীতিনির্ধারনী সর্বোচ্চ পরিষদ হিসেবে বাস্তবায়ন কমিটিকে যে কোন পরামর্শ প্রদান ও তা বাস্তবায়নের জন্যে বলবেন। উপদেষ্টা কমিটির নির্দেশনা বাস্তবায়ন করতে উল্লেখিত বাস্তবায়ন কমিটি সর্বদা সচেষ্ট থাকবে।
পুনর্মিলনী কিভাবে সফল ও সার্থক করা যায় এই বিষয়ে আলোচনা সভায় বক্তারা গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। খুবই সুন্দর, আন্তরিক ও সৌহাদ্যপূর্ণ পরিবেশে সভা সম্পন্ন হয়।


বিজ্ঞাপন