ঢাকার ধামরাইয়ে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ২ টি ইটভাটাকে জরিমানা

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার ২৮ ডিসেম্বর বিএসটিআই’র উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে বিএসটিআই এর লাইসেন্স ব্যতীত পণ্য (ক্লে ব্রিকস) উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। ঢাকা জেলার ধামরাই এলাকায় এ অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন

অভিযুক্ত প্রতিষ্ঠান ঢাকা জেলার ধামরাই এলাকায় অবস্থিত ঢাকা লাকী (হোম) ব্রিকস-কে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা এবং একই এলাকায় অবস্থিত মেসার্স মার্ক ব্রিকস -কে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’’ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং অফিসার হিসেবে মোঃ আসিফ খান, ফিল্ড অফিসার উপস্থিত ছিলেন।