নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার ২৯ ডিসেম্বর, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় বাড্ডা থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞাপন
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
বিজ্ঞাপন
উক্ত অভিযান পরিচালনা কালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে শারমিন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, ৩৭৬, আদর্শনগর, উত্তর বাড্ডা, ঢাকা-কে ৪০,০০০ টাকা ও পলি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী,ল-৩২/৭, মেরুল বাড্ডা, ঢাকা-কে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।
![](https://ajkerdesh.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-31-at-21.07.07_c7f123fd.jpg)
উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে আব্দুল মান্নান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
![Aminur Rahman Badshah](https://scontent.fcgp17-1.fna.fbcdn.net/v/t39.30808-1/cp0/p60x60/225299596_327029412458352_1587662245380587938_n.jpg?_nc_cat=104&ccb=1-5&_nc_sid=7206a8&_nc_eui2=AeFVBEqrIiUvmmyGIRODO9BJuo04MHsJw1C6jTgwewnDUCxS6oJIVQTZ_BKzO_nR3bG7KKJKNE4Lqy58UO3NwGqM&_nc_ohc=qADb85F7FpkAX-FXr-g&_nc_ht=scontent.fcgp17-1.fna&oh=00_AT9bV400HIlyIMiunaB95fGRVQis-67qjjblcZGWSuyaBA&oe=61D205A4)