রাজধানীর বাড্ডায় বিএসটিআই কর্তৃক বেকারি ও কনফেকশনারিতে অভিযান ও জরিমানা

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার ২৯ ডিসেম্বর, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে ও ডিএমপি পুলিশের সহযোগিতায় বাড্ডা থানা এলাকায় বিএসটিআই এর উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনা কালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে পাউরুটি, বিস্কুট ও কেক পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম সনদ গ্রহণ ব্যতিত তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে শারমিন ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, ৩৭৬, আদর্শনগর, উত্তর বাড্ডা, ঢাকা-কে ৪০,০০০ টাকা ও পলি ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী,ল-৩২/৭, মেরুল বাড্ডা, ঢাকা-কে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়।

উক্ত অভিযানে প্রসিকিউটর হিসেবে আব্দুল মান্নান, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।

Aminur Rahman Badshah