রাজারবাগ পুলিশ টেলিকমিউনিকেশন অডিটোরিয়ামে “করোনা ইনসিগনিয়া” এর শুভ উদ্বোধন

অন্যান্য অপরাধ এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ করোনাভাইরাস পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের কাজের স্বীকৃতিস্বরূপ একটি “ইনসিগনিয়া” পরিধানের অনুমতি চেয়ে পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে সরকার এ ইনসিগনিয়া পরিধানের অনুমোদন প্রদান করেছে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর সকাল ১১ টায় রাজারবাগ পুলিশ অডিটোরিয়াম মিলনায়তনে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি সম্মুখযোদ্ধা হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের কোভিড-১৯ নিয়ন্ত্রণে কাজের স্বীকৃতিস্বরূপ “ইনসিগনিয়া“ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স এর এ্যাডিশনাল আইজিপি (এ এন্ড আই) ড. মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার), এ্যাডিশনাল আইজিপি (এফ এন্ড এল) এস এম রুহুল আমিন, র‌্যাব এর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম, পিপিএম, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিপিএম (বার), ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), এবং পুলিশ হেডকোয়ার্টার্স সহ পুলিশের অন্যান্য ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত পুলিশ সদস্যদের “ইনসিগনিয়া“ ব্যাজ পরিয়ে দেন।
বাংলাদেশ পুলিশে কর্মরত কনস্টবল থেকে আইজিপি পর্যন্ত এ ব্যাজ তাদের ইউনিফর্মে ব্যবহার করতে পারবেন ।