মামুন মোল্লা ঃ বৃহস্পতিবার ৬ জানুয়ারি, সকাল সাড়ে ১০ টায় খুলনা সার্কিট হাউস সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এবং বিভাগীয় প্রশাসন ও খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে “ব্যবস্যা বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে অংশীজনের ভূমিকা” শীর্ষক খুলনা বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়।
উক্ত বিভাগীয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপার্সন মোঃ মফিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেএমপি’র কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা এবং রেঞ্জ ডিআইজি, খুলন ড. খঃ মহিদ উদ্দিন, বিপিএম-বার।
উক্ত সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার, খুলনা মোঃ ইসমাইল হোসেন, এনডিসি।
“ব্যবস্যা বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে অংশীজনের ভূমিকা” শীর্ষক খুলনা বিভাগীয় সেমিনারে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এবং বিভাগীয় প্রশাসন ও খুলনা জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।