কক্সবাজারে র‌্যাবের অভিযানে ২ জন অবৈধ ইন্টারনেট ব্যবসায়ী গ্রেফতার

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ কক্সবাজারের উখিয়া বাজার ও কোর্ট বাজার এলাকায় কতিপয় অসাধু ব্যক্তি দ্বারা পরিচালতি BORNIL Networks System Limited এবং FRIENDS DOT NET ও DIGITAL DOT NET নামক দুটি প্রতিষ্ঠান ২০১৯ সাল থেকে লাইসেন্স বিহীনভাবে ইন্টারনেট (অবৈধ ISP) ব্যবসা করে আসছে মর্মে জানা যায়।


বিজ্ঞাপন

প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই এর লক্ষ্যে র‌্যাব-১৫ এর আভিযানিক দল দুইটি পৃথক অভিযানে উল্লেখিত প্রতিষ্ঠানদ্বয়ের অফিস কক্ষে হাজির হয়ে নুরুল ইসলাম (৩৫), পিতা-মোঃ আসমত আলী, মাতা- মোছাঃ মনোয়ারা বেগম, সাং-লম্বা ঘোনা, ০৪নং রত্নাপালং ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, এবং মোঃ বেলাল হোসেন সাঈদী (৩৩), পিতা-হাফেজ মাওলানা ফরিদ আহম্মেদ, মাতা-মোছাঃ ছাবেকুন নাহার, সাং-পশ্চিম রাজা পালং, ০৪নং রাজাপালং ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারদের নিকট ইন্টারনেট সংযোগ ও সেবা প্রদান সংক্রান্তে বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হওয়ায় আভিযানিক দল উল্লেখিত ব্যক্তিদের আটক করে।

তাদের অফিস হতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে OLT সেট ৭টি, MIKROTIK SERVER DELL ০২ টি, Optical Fiber Fusion splicer মেশিন ১টি, Jilong KL-280 G Fusion splicer মেশিন ১টি, 1*4 Mini PLC Splitter ৪ টি, অপটিকেল পাওয়ার মিটার ১টি, তার ৭ প্যাকেট, ওয়াই ফাই রাউটার ৩টি, ONU ৯টি, নেটওর্য়াক সুইচ ৩টি, ল্যাপটপ ২টি, TGA বক্স ২টি, OTDR/OLS মেশিন ১টি, আইডি কার্ড ৩টি, পাওয়ার ক্যাবল ৫টি, মানি রিসিপ্ট বই ৪ টি, চেকবই ১ টিসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন মূলে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।