বস্তি ও পিছিয়ে পড়া মানুষকে নিয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক খাদ্য ও পুষ্টি বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচী অনুষ্ঠিত

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল সোমবার ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ,জেলা কার্যালয় ঢাকার আয়োজনে বস্তি ও পিছিয়ে পড়া এলাকার অভিভাবক ও শিক্ষার্থী সমন্বয়ে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

উক্ত কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সাথে সাথে মতবিনিময় করেন আব্দুন নাসের খান, সচিব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। প্রশিক্ষক হিসেবে ছিলেন তাহমিনা খাতুন, নিরাপদ খাদ্য কর্মকর্তা(ঢাকা), বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এছাড়াও উপস্থিত ছিলেন আবুল হাসনাত, জনসংযোগ কর্মকর্তা এবং আশফিয়া তারান্নুম, সহকারী পরিচালক,বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। প্রশিক্ষণ শেষে মূল্যায়নের নিমিত্ত নিরাপদ খাদ্য বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। কর্মসূচিতে বিদ্যানন্দ ফাউন্ডেশন সার্বিক সহযোগিতা প্রদান করে।