ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন বাংলাদেশ আয়ুর্বেদ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল বুধবার ২ মার্চ বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ কে বাংলাদেশ আয়ুর্বেদ ফাউন্ডেশন এর নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।


বিজ্ঞাপন

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এর দপ্তরে এ উপলক্ষে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎকারে ফাউন্ডেশন এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহাসচিব ড. মোস্তফা নওশাদ জাকি, বাংলাদেশ আয়ুর্বেদ মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বামা) সহ-সভাপতি মো: একরামুল হক খান, বাংলাদেশ আই ফাউন্ডেশন এর অর্থ সম্পাদক মো: কামাল জাহিদ আনোয়ার, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রিন্সিপাল আব্দুর রউফ খান, প্রচার সম্পাদক সুশীল চন্দ্র সরকার, বাংলাদেশ আয়ুর্বেদ মেডিসিন ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সেলিম মোঃ শাহজাহান, সদস্য গিয়াসউদ্দিন আহমেদ, শিশির প্রমুখ।


বিজ্ঞাপন

এ সময় মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ উপস্থিত নেতৃবৃন্দ কে জিএমপি গাইডলাইন অনুসারে ঔষধ উৎপাদনের পরামর্শ দেন এবং এ শিল্পকে রপ্তানিমুখী তে পরিণত করার ব্যাপারে সব রকম সহায়তার আশ্বাস দেন।