মোল্লা তানিয়া ইসলাম তমাঃ রাজধানীর তুরাগে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত যুবলীগ কর্মী মোঃ বিল্লাল হোসেনকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন ঢাকা ১৮ আসনের সাংসদ আলহাজ হাবিব হাসান ।
গত ২৪শে ফেব্রুয়ারি দিনগত রাত ১০টার দিকে চন্ডালভোগ এলাকায় পূর্ব বিরোধের জের ধরে, স্থানীয় ইমান আলীর সন্ত্রাসী ছেলে মোক্তার (৩৫), ফরহাদ (৩০), হযরত আলী (৪০), সালামের ছেলে জয় (২৫)সহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী বাহিনী হামলা করে ৫৩নং ওয়ার্ড যুবলীগ কর্মী বিল্লাল হোসেনের উপর ।
এসময় বিল্লাল হোসেনকে বাঁচাতে এগিয়ে আসেন তুরাগ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস এম রিপন হোসেন, তাঁর ছোট ভাই লিটন হোসেন, তাদের বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিন ।
পরে উপরোক্ত সন্ত্রাসীরা তাদেরকেও পিটিয়ে ও কুপিয়ে আহত করে পালিয়ে যায় । পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান ।
কিন্তু যুবলীগ কর্মী বিল্লাল হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে এভার কেয়ার হাসপাতালে প্রেরন করা হয় ।
পরের দিন বিল্লাল হোসেনের বাবা রুহুল আমীন বাদী হয়ে মোক্তার (৩৫), ফরহাদ (৩০), হযরত আলী (৪০), সালামের ছেলে জয় (২৫)সহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-২৫, তারিখ – ২৫/০২/২০২২। মামলা হওয়ার ৫ দিন অতিবাহিত হলেও কোন আসামীরা গ্রেপ্তার না হওয়ায় ।
কয়েক হাজার এলাকাবাসী একত্রিত হয়ে গত বুধবার সকাল ১১ টায় তুরাগের চন্ডালভোগ এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ- মিছিল করে এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান ।
এদিকে স্থানীয় সাংসদ হাবিব হাসান গত ৩ মার্চ দুবাই থেকে দেশে আসেন এবং পরের দিন আহত বিল্লাল হোসেনকে দেখতে হাসপাতালে ছুটে যান এবং তার চিকিৎসা ও ঘটনার বিস্তারিত খবরা খবর নেন ।