মামুন মোল্লা ঃ গতকাল শুক্রবার ২৫ মার্চ খুলনা সার্কিট হাউজ মাঠে “২৫ মার্চ জাতীয় গনহত্যা দিবস-২০২২” উপলক্ষে শহীদদের স্মরণে আলোক প্রজ্জ্বলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন তালুকদার আব্দুল খালেক, মেয়র, খুলনা সিটি কর্পোরেশন; এসএম ফজলুর রহমান, অতিঃ পুলিশ কমিশনার (ক্রাইম), কেএমপি এবং মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা। সভায় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, ভয়াল ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস।
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে ঢাকাসহ সারা দেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। মেতে ওঠে ইতিহাসের নৃশংসতম গণহত্যায়, যা কালরাত হিসেবে পরিচিত।
বঙ্গবন্ধুর কল্যানে আমরা পেয়েছি স্বাধীনতার স্বাদ , আর তাঁর যোগ্য উত্তোরসরীর নেতৃত্বে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাওয়া সমৃদ্ধের বাংলাদেশ । আমরা সবাই এই উন্নয়নের মহাসড়কে যোগ দেই।