মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনা জেলা প্রশাসক কর্তৃক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

অন্যান্য এইমাত্র সারাদেশ

মামুন মোল্লা ঃ শনিবার ২৬ মার্চ “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২” উদযাপন উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালুকদার আব্দুল খালেক, মেয়র, খুলনা সিটি কর্পোরেশন, এসএম ফজলুর রহমান, অতিঃ পুলিশ কমিশনার (ক্রাইম), কেএমপি এবং মোহাম্মদ মাহবুব হাসান বিপিএম, পুলিশ সুপার, খুলনা।

সভায় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা।

দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।

তিনি আরো বলেন, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বাংলার লাখো বীর শহীদেরা আত্মাহুতি দিয়েছিল তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ।