পিবিআই কর্তৃক ডাচ-বাংলা ব্যাংক এর ২৩১টি এটিএম বুথ থেকে ২ কোটি ৪২ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের ২ সদস্য গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ রাজধানীর সেনপাড়া পর্বতাস্থডাচ-বাংলা ব্যাংক লিঃ এর ২৮৫২ নম্বর এটিএম বুথসহ মিরপুর ও মোহাম্মদপুর এলাকার ২৩১ টি বুথ হতে গার্ডা শিল্ড সিকিউরিটি কোম্পানীর ক্যাশ এ্যাটেনডেন্ট ও মেশিন মেইনটেন্যান্স এর দায়িত্বে থাকা
এজাহারনামীয় ২ জন আসামীসহ প্রতিষ্ঠানের ৯ জন কর্মচারী কর্তৃক অভিনব কায়দায় সর্বমোট ২,৪২,০০,০০০ (দুই কোটি বিয়াল্লিশ লক্ষ) টাকা কৌশলে হাতিয়ে নেয়। উক্ত চক্রের ২ সদস্য তাহমিদ উদ্দিন পাঠান (২৭) এবং আব্দুর রহমান
বিশ্বাস (৩২) কে পুলিশ রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

আসামী তাহমিদ উদ্দিন পাঠান এবং আব্দুর রহমান বিশ্বাস দ্বয় গার্ডা শিল্ড সিকিউরিটি কোম্পানীতে ক্যাশ এ্যাটেনডেন্ট ও মেশিন মেইনটেন্যান্স হিসেবে চাকুরী করতো।

ডাচ-বাংলা ব্যাংক লিঃ এর বনানী শাখা হতে মিরপুর ও মোহাম্মদপুর এলাকার এটিএম বুথে টাকা লোডের জন্য গার্ডা শিল্ড সিকিউরিটি কোম্পানীতে বুথের তালিকা ও টাকা লোডের
পরিমাণসহ রিকুইজিশন আসতো। আসামীরা মোট ১১ জন পর্যায়ক্রমে ২ জন করে একাধিক টিমে বিভক্ত হয়ে এটিএম বুথে টাকা লোড ও মেশিন মেইনটেন্যান্সের ডিউটি করতো।

ডিউটির সময় তারা এটিএম মেশিনে টাকা লোড করার পর ফল্স ট্রানজেক্শন করতো। এভাবে অক্টোবর/২০২১ হতে ফেব্রুয়ারী/২০২২ পর্যন্তবিভিন্ন তারিখ ও সময়ে উক্ত চক্রটি সর্বমোট ২,৪২,০০,০০০ (দুই কোটি বিয়াল্লিশ লক্ষ) টাকা হাতিয়ে নেয়। বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের গোচরে আসলে কর্তৃপক্ষ গার্ডা শিল্ড সিকিউরিটি কোম্পানীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।

গার্ডা শিল্ড কোম্পানী ঘটনার বিষয়ে যাচাই করে প্রাথমিকভাবে তাহমিদ উদ্দিন পাঠান (২৭) এবং আব্দুর রহমান বিশ্বাস (৩২) দ্বয়ের বিরুদ্ধে কর্মচারী কর্তৃক টাকা আত্মসাতের সত্যতা পায়। গার্ডা শিল্ড সিকিউরিটি কোম্পানীর পক্ষে সৈয়দ আব্দুল আলম বাদী হয়ে গ্রেফতারকৃত ২ জন
আসামীর বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন, যা কাফরুল থানার মামলা নং-০৯ তারিখ-৬ মার্চ ২০২২, ধারা-৩৮১/৩৪ পেনাল কোড। মামলাটি কাফরুল থানা পুলিশ প্রাথমিক পর্যায়ে ১ মাস তদন্ত করে। তদন্তকালে এজাহারে বর্ণিত আসামীসহ আরো ৯ জন আসামীদের পর্যায়ক্রমে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। তদন্ত পর্যায়ে পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশে মামলাটি পিবিআই’তে হস্তান্তর হয়।

অ্যাডিশনাল আইজিপি, পিবিআই বনজ কুমার মজুমদার, বিপিএম (বার), পিপিএম এর সঠিক তত্ত্বাবধান ও দিক-নির্দেশনায় এবং পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) এর বিশেষ পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, বিপিএম-সেবা এর নিবিড় তদারকিতে তদন্তকারী কর্মকর্তা এসআই/মোঃ ইদ্রিস আলী গ্রেফতারকৃত আসামীদের মধ্যে এজাহারনামীয় আসামী
তাহমিদ উদ্দিন পাঠান (২৭) এবং আব্দুর রহমান বিশ্বাস (৩২) দ্বয়কে আদালতের আদেশে গত ২২ এপ্রিল,
১ (এক) দিনের পুলিশ রিমান্ড পেয়ে জিজ্ঞাসাবাদ করেন। কৌশলী জিজ্ঞাসাবাদে আসামীরা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ
স্বীকার করে।

আসামীরা সহ তাদের একই প্রতিষ্ঠানে কর্মরত কামরুল হাসান, তারেক আজিজ, মিষ্টার আলী, রবিউল হাসান, আব্দুল কাদের, হাবিবুর রহমান, সুজন মিয়া, তরিকুল ইসলাম এবং শিশির কুমার একই উদ্দেশ্যে মিরপুর ও মোহাম্মদপুর
এলাকার ডাচ-বাংলা ব্যাংক লিঃ এর এটিএম বুথসমূহে টাকা লোড দিয়ে নিজে ও আত্মীয়দের নামে ইস্যুকৃত এটিএম কার্ড দিয়ে ফল্স ট্রানজেক্শনের মাধ্যমে উত্তোলন করে হাতিয়ে নেয়াসহ বুথের পার্চবিনে (রিজেক্ট বক্স) পাওয়া টাকা হাতিয়ে নিয়ে
নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিত।

এভাবে অক্টোবর/২০২১ হতে ফেব্রুয়ারী/২০২২ পর্যন্ত বিভিন্ন তারিখ ও সময়ের উক্ত চক্রটি সর্বমোট ২,৪২,০০,০০০ (দুই কোটি বিয়াল্লিশ লক্ষ) টাকা হাতিয়ে নিয়েছে মর্মে গত ২৩ এপ্রিল, আদালতে তারা দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।


বিজ্ঞাপন