ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কর্তৃক মালবাহী ট্রেনে অভিযান, ১৫.৫ কেজি গাঁজা, ৩৯ বোতল ফেনসিডিল সহ ৩ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ঢাকা মেট্রোঃ কার্যালয় (দক্ষিণ) কর্তৃক মালবাহী ট্রেনে পাচারকালে ১৫.৫ কেজি গাজা এবং ৩৯ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক পাচারকারী গ্রেপ্তার, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) এর ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্ল্যাহ কাজল এবং ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মাসুদ হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় সূত্রাপুর সার্কেলের পরিদর্শক মোঃ রাজু আহম্মেদ চৌধুরীর নেতৃত্বে একটি অভিযানকারী দল বুধবার ২৭ এপ্রিল ভোরে ঢাকা মেট্রোপলিটনের তেজগাঁও রেলস্টেশনে ৫নং তেজগাঁও বিসি মালবাহী ট্রেন থেকে ১৫.৫ কেজি গাজা এবং ৩৯ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত আসামীদের নাম ও ঠিকানা যথাক্রমে, মোঃ শামিম (২৫), পিতা-মৃত মোহাম্মদ আলী, মাতা- মোছাঃ সাহেরা বেগম, এবং মোঃ রানা মাতাব্বর (২২), পিতা-মোঃ জোয়াত মাতাব্বর,মাতা- মৃত তাসলিমা বেগম।
আসামীদের বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী ১টি নিয়মিত মামলা দায়ের এর করা হয়েছে।


বিজ্ঞাপন