নিজস্ব প্রতিনিধি ঃ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে
বুধবার ২৭ এপ্রিল, বেলা ৪ টার সময় অতিরিক্ত আইজিপি, পুলিশ কমিশনার বিএমপি মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) নগরীর লঞ্চ টার্মিনালসহ পুরো লঞ্চ ঘাট এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন।
এসময় তিনি লঞ্চঘাট এলাকায় জনসাধারণের নিরাপত্তার সুবিধার্তে স্থাপিত পুলিশ কন্ট্রোলরুম পরিদর্শন করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, বিআইডব্লিউটিএ’র প্রতিনিধি, বিএমপি দক্ষিণ বিভাগের অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ সহ লঞ্চটার্মিনাল সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
