মামুন মোল্লা ঃ রবিবার ২২ মে, দিবাগত রাত ১২ টা ৩৫ ঘটিকায় খালিশপুর থানাধীন বয়রা সরকারী মহিলা কলেজের মেইন গেটের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে গোপন তথ্যের ভিত্তিতে আসামী মোঃ আব্দুল হামিদ গাজী (৩৩), পিতা-জিন্নাত আলী গাজী, সাং- কাকবাসিয়া, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-বয়রা শেরের মোড় ইসলামিয়া কলেজ রোড, আঃ জলিলের বাড়ীর ভাড়াটিয়া, থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনাকে ১টি সবুজ রংয়ের পলিথিনে রক্ষিত ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন-১০ গ্রাম, মূল্য অনুমান- ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা এবং ৪০,০০০ টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে খালিশপুর থানার মামলা নং-১৭, তাং-২২ মে,২০২২, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬ (১) এর ১০ (ক) তৎসহ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-A(B) রুজু করা হয়েছে।
