কক্সবাজার টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে ১,০০,০০০ পিস ইয়াবা সহ ৫ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ তুলাতলী স্টেশন সংলগ্ন পূর্ব পার্শ্বস্থ এলাকায় মাদক বিক্রয়/অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল গতকাল বুধবার ১ জুন আনুমানিক ভোর ৪ টার সময় উক্ত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ব্যক্তি বস্তা ও ব্যাগসহ পালানোর চেষ্টা করে।

এরপর র‍্যাবের আভিযানিক দল সাইফুল ইসলাম (২০),পিতা- সৈয়দ আহম্মদ, মাতা-সালমা খাতুন, সৈয়দ আলম (৩২), পিতা-গুরা মিয়া, মাতা-শামসুন নাহার, উভয় সাং-তুলাতলী, খারাইংগাঘোনা, ওয়ার্ড নং-০২, ইউপি-হোয়াইক্যং, থানা-টেকনাফ, কামাল হোসেন (২০) (রোহিঙ্গা), পিতা-মোহাম্মদ রফিক, মাতা-লায়লা বেগম, সাং- ব্লক-এইচ ৩, ক্যাম্প-৯, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, মোঃ ওমর (১৬) (রোহিঙ্গা), পিতা-আব্দুল মুনাফ, মাতা-লায়লা বেগম, সাং-ব্লক-বি ৩৫, ক্যাম্প-৮, বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, উভয় থানা-উখিয়া, দেলোয়ার হোসেন (১৭), পিতা-আক্তার কামাল, মাতা-হোসনে আরা বেগম, সাং-উলুবনিয়া, ওয়ার্ড নং-০১, ইউপি-হোয়াইক্যং, থানা-টেকনাফ, সর্ব জেলা- কক্সবাজারদের গ্রেফতার করে এবং মোঃ জুয়েল (২০), পিতা-পুইত্তা, মাতা-রশিদা মোঃ রিফাত (২০), পিতা-মোঃ হারুন, মাতা-মায়মুনা খাতুন, উভয় সাং-উলুবনিয়া, ওয়ার্ড নং-০১, ইউপি-হোয়াইক্যং, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার পালিয়ে যায়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তিদের হেফাজতে থাকা বস্তা ও ব্যাগ তল্লাশী করে সর্বমোট ১,০০,০০০ (এক লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পলাতক আসামীদের সহায়তায় উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ সীমান্ত এলাকা থেকে এনে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে উল্লেখিত স্থানে অবস্থান করছিল মর্মে ধৃত আসামীগণ জানায়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


বিজ্ঞাপন