এন্টি টেররিজম ইউনিট কর্তৃক প্রিভেন্টিং এন্ড কাউন্টেরিং ভায়লেন্ট এক্সট্রিমিজম ” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ মঙ্গলবার ৭ জুন এন্টি টেররিজম ইউনিট হেডকোয়ার্টার কনফারেন্স রুমে এটিইউ সদস্যদের সন্ত্রাস ও সহিংস উগ্রবাদ দমন ও প্রতিরোধ সম্পর্কে প্রয়োজনীয় ধারণা প্রদানের লক্ষ্যে আয়োজিত “প্রিভেন্টিং এন্ড কাউন্টেরিং ভায়লেন্ট এক্সট্রিমিজম ” শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

দুই সপ্তাহ মেয়াদী এ প্রশিক্ষণে এসআই থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার বিশ জন সদস্য অংশগ্রহণ করেছেন।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইজি, এটিইউ মো: মনিরুজ্জামান, বিপিএম (বার), পিপিএম (বার)। সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোর্স সমন্বয়ক ও পুলিশ সুপার (ট্রেনিং অ্যান্ড প্ল্যানিং) শিরিন আক্তার জাহান, কোর্স ডিরেক্টর পুলিশ সুপার (অর্গানাইজড ক্রাইম) জনাব আবু আশ্রাফ। অতিরিক্ত পুলিশ সুপার ( ট্রেনিং অ্যান্ড প্ল্যানিং) এম.এম মাহমুদ হাসান, পিপিএম, পিএসসি সমাপনী অনুষ্ঠানে কোর্স মূল্যায়ন উপস্থাপন করেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *