অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল ও নার্সিং হোম বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের অভিযান

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ সম্প্রতি নোয়াখালী সোনাইমুড়ী ও বরুড়া উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক,হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন এবং অবৈধ প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ধীন স্বাস্থ্য অধিদপ্তর

জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টাররের অভিযানের অংশ হিসেবে ,নিরাময় মডেল ডায়াগনস্টিক এন্ড নরমাল ডেলিভারি সেন্টার, ঝলম এবং সোনাইমুড়ী মডেল ডায়াগনস্টিক সেন্টার, সোনাইমুড়ী এর কোন লাইসেন্স না থাকায় এবং লাইসেন্স এর জন্য আবেদন না করে অবৈধ ভাবে প্রতিষ্ঠান পরিচালনা করায় তা বন্ধ ঘোষণা করা হয়।

এছাড়া আড্ডা টাওয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স নবায়ন না থাকায় এবং নানা অব্যবস্থাপনার কারণে তাদেরকে সতর্ক করা হয় এবং লাইসেন্স নবায়ন ও নানা অব্যবস্থাপনা দূর করার জন্য ১৫ দিন সময় বেঁধে দেওয়া হয়।গ্রামীণ কল্যাণ আড্ডা স্বাস্থ্য কেন্দ্রের লাইসেন্স নবায়ন এবং অভ্যন্তরের পরিবেশ উন্নয়নের জন্য ১৫ দিন সময় দেয়া হয়। পয়ালগাছা গ্রীণ ভিউ ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স নবায়ন এবং পরিবেশের মানোন্নয়নের জন্য ১৫ দিন সময় দেওয়া হয়েছে।
আড্ডার দি স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স নবায়ন এর জন্য ১৫ দিন সময় দেয়া হয়। এছাড়া জোবায়ের মেডিকেয়ার সেন্টারকে লাইসেন্স নবায়ন এর জন্য ১৫ দিন সময় দেয়া হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *