নিজস্ব প্রতিনিধি ঃ জেলা প্রশাসন,নীলফামারী ও তথ্য কমিশন, ঢাকার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে রবিবার ১২ জুন, বিকাল ৪ টায়,তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,তথ্য কমিশনার (সিনিয়র সচিব) ডক্টর আব্দুল মালেক,তথ্য কমিশন,ঢাকা।
তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) পুলিশ সুপার,নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম।
এসব পুলিশ সুপার তথ্য অধিকার আইন সম্পর্কে বলতে গিয়ে তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
তিনি বলেন আমাদের জাতির পিতা (Freedom Of Speech, Freedom Of Rights) এই দুইটি বিষয়ের জন্য
তিনি তার জীবনের ১৩ টি বছর জেল খেটেছেন ও আন্দোলন সংগ্রাম করেছেন। পরবর্তীতে বাঙালি জাতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করেন।
তিনি বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭ নং অনুচ্ছেদ অনুযায়ী জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক, এবং ৩৯ নং উচ্ছেদ অনুযায়ী চিন্তা, বিবেক ও বাকস্বাধীনতা নাগরিকের অন্যতম মৌলিক অধিকার।
পুলিশ সুপার মতপ্রকাশের স্বাধীনতার কথায় বলেন নীলফামারী জেলার চিত্র একটু আলাদা এখানে মত প্রকাশের স্বাধীনতা যথেষ্ট অবারিত ।
তিনি সর্বস্তরের মানুষদের উদ্দেশ্যে বলেন আমরা সকলেই টিম নীলফামারী হিসেবে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। টিম নীলফামারীর উদ্দেশ্য হলো পারস্পরিক সম্মান বোধ, শ্রদ্ধাবোধ, অন্যের মতামত গ্রহণ করা ও অন্যের মতামতকে মেনে নেওয়ার প্রবণতা যা এই নীলফামারীর সমাজে বিদ্যমান রয়েছে। বিধায়,নীলফামারী বরাবরের ন্যায় অপ্রীতিকর ঘটনার হাত থেকে হাত রক্ষা পেয়েছে।
সবশেষে পুলিশ সুপার বলেন
“মুজিব বর্ষের অঙ্গীকার”
পুলিশ হবে জনতার ‘ নীলফামারী জেলায় ৭৪ টি বিটে ভাগ করে উঠান বৈঠক এর মাধ্যমে একজন সাব ইন্সপেক্টর এর নেতৃত্বে মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্যরা।
ফলে দুর্গম ও বিভিন্ন তথ্য সুবিধা থেকে বঞ্চিত সর্ব সাধারণ তথ্য পাওয়ার মাধ্যমে তাদের নাগরিক সুযোগ-সুবিধা ইত্যাদি বিষয়ে অবহিত হচ্ছে এবং গুজব কমিয়ে একটি সুস্থ স্বাভাবিক সমাজ ব্যবস্থার মাধ্যমে বসবাসের উপযোগী করে নিজেদের তৈরি করছে।
পুলিশ সুপার বলেন থানায় এখন নারী, শিশু ও বয়স্ক প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক তৈরীর মাধ্যমে সমাজে অবহেলিত মানুষ রা সহজেই আইনি সেবা পাচ্ছে এবং ওয়ান স্টপ সার্ভিস এর মাধ্যমে জরুরী নাগরিক সেবা প্রদান করা হচ্ছে।
তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভায় খন্দকার ইয়াসির আরেফীন, জেলা প্রশাসক নীলফামারী, সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জে. আর. শাহরিয়ার, পরিচালক ( প্রশাসন) তথ্য কমিশন, ঢাকা, দেওয়ান কামাল আহমেদ, মেয়র, নীলফামারী পৌরসভা, সাহিদ মাহমুদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ নীলফামারী সহ বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক সাংবাদিক সহ সর্বস্তরের জনসাধারণ।