অচিরেই মাছ রপ্তানি করতে পারবো : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

অর্থনীতি এইমাত্র বরিশাল বানিজ্য রাজনীতি সারাদেশ

স্বরূপকাঠী প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদের সন্ধ্যা নদীতে জেলা পুলিশের আয়োজনে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম ।
এ উপলক্ষে শনিবার সকালে নেছরাবাদের থানা চত্বরে আয়োজিত সভায় পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।
এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকারের নানামুখি পদক্ষেপ গ্রহণের ফলে বাংলাদেশ আজ বিশ্বের ৪র্থ তম মাছ উৎপাদনকারী দেশে উন্নীত হয়েছে। আমরা অচিরেই মাছ রপ্তানিকারক দেশের তালিকায় নাম লেখাতে পারব এবং মাছে-ভাতে বাঙ্গালীর হারানো ঐতিহ্য ফিরে পাবো।
এসময় বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা নির্বাহী অফিসার সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল হামিদ। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে থানা ঘাটে রুই, কাতল ও মৃগেল সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *