রংপুর বিভাগীয় টাস্কফোর্স কমিটি সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার ১৪ জুন সকাল ১০ টায় বিভাগীয় সদর দপ্তরে বিভাগীয় কমিশনার, রংপুর এর কার্যালয়ের মিলনায়তনে মোঃ আবদুল ওয়াহাব ভূঞা, বিভাগীয় কমিশনার, রংপুর এর সভাপতিত্বে রংপুর বিভাগীয় চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্স কমিটি সভা এবং কারাগারে থাকা শিশু-কিশোরদের অবস্থার উন্নয়নের লক্ষে বিভাগীয় টাস্কফোর্স কমিটি সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ রংপুর।

আলোচনা সভায় রংপুর বিভাগীয় চোরাচালান নিরোধ আঞ্চলিক টাস্কফোর্স কমিটির গত সভার কার্যবিবরণী নিশ্চিতকরণ, জেলা ও উপজেলা পর্যায়ে চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির সভা, জেলা ও উপজেলা টাস্কফোর্স কর্তৃক পরিচালিত অভিযান, মাদকের বিরুদ্ধে শুধুমাত্র টাস্কফোর্স সংশ্লিষ্ট মোবাইল কোর্ট পরিচালনা, চোরাচালান মামলার অগ্রগতি প্রতিবেদন, চোরাচালান প্রতিরোধে ট্রেন তল্লাশি এবং কারাগারে থাকা শিশু-কিশোরদের অবস্থার উন্নয়নের জন্য নতুন নতুন উদ্যোগ গ্রহনসহ প্রশিক্ষনের ব্যবস্থা ও বিবিধ বিষয় সংক্রান্ত আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর । পরিচালক (স্বাস্থ্য), রংপুর বিভাগ, রংপুর, সেক্টর কমান্ডার, বিজিবি, রংপুর, ডিটাচমেন্ট কমান্ডার, ডিজিএফআই, রংপুর, কমিশনার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর, ৮ জেলার জেলা প্রশাসক, পরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয়, রংপুর, সিও, র‌্যাব, রংপুর ক্যাম্প, রংপুর, পরিচালক, আনসার ভিডিপি, রংপুর অঞ্চলসহ আরোও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *