পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং কর্তৃক বিভিন্ন জেলায় মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ সোমবার ২৭ জুন, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং কর্তৃক গাজীপুর জেলার শিলমুন, টংগীতে অবস্থিত স্যাপ ফ্যাশন লিমিটেডকে ২ লক্ষ ৫৭ হাজার ২ শত ৮০ টাকা, আমবাগ রোড, কোনাবাড়ী, নীলনগরে অবস্থিত এম এম নিটওয়্যার লি: কে ৫৯ হাজার ৯ শত ৪ টাকা, কাঁঠালদিয়া, বড় দেওড়া, টংগীতে অবস্থিত ট্যাটফাই জিপার কোম্পানী লি: কে ৬৪ হাজার ৪ শত টাকা, টাঙ্গাইল জেলার কোর্ট বহরিয়া, মির্জাপুরে অবস্থিত মহেড়া পেপার মিলস্ লি: কে ১৩ হাজার ৬ শত টাকা, নারায়ণগঞ্জ জেলার সস্তাপরে অবস্থিত প্রধান টেক্সটাইলকে ৩৬ হাজার ৮ শত ৬৪ টাকা ক্ষতিপূরণ ধার্য করেছে।

এছাড়াও ঢাকা মহানগরে নির্মাণ সামগ্রী দ্বারা বায়ু দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ টি প্রতিষ্ঠান ১০ হাজার টাকা ও গাড়ীর কালো ধুয়া দ্বারা বায়ু দূষণের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৮টি গাড়ি হতে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় অবস্থিত চাঁদ নীট কম্পোজিট (অহনা ডাইং) ও হারুন ডাইং এন্ড প্রিন্টিং ওয়ার্কস এর সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *