মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজাসহ ২ (দুই) জন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবন করার অপরাধে ১ (এক) জনসহ সর্বমোট ৩ (তিন) জন গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী সৈয়দ সোহাগ হোসেন, পিতা-সৈয়দ সরোয়ার হোসেন, সাং-ঘোষপাড়া, থানা-মেহেরপুর সদর, জেলা-মেহেরপুর, এ/পি সাং-৩১ নং ওয়ার্ড শিপইয়ার্ড, থানা-লবণচরা, মোঃ রাকিব সরদার (৪৪), পিতা-মৃত: বজলু সরদার, সাং-নেহাল খালী, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি সাং-রূপসী রূপসা, থানা-লবণচরা, খুলনা মহানগরীদ্বয়’কে মহানগরীর সোনাডাঙ্গা মডেল ও লবণচরা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখিত মাদক ব্যবসায়ীদ্বয়ের নিকট হতে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।
এছাড়াও, শেখ কামরুল হাসান শান্ত (৪২), পিতা-খায়রুজামান জামান, সাং-পাবলা ক্রস রোড, থানা-দৌলতপুর, খুলনা মহানগরী’কে মাদক সেবন করার অপরাধে দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী ৩ টি মামলা রুজু করা হয়েছে।