নিজস্ব প্রতিবেদক ঃ বর্ণাঢ্য কর্মময় জীবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নবজাতক বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা’র বিদায় নিয়েছেন। মঙ্গলবার ২৮ জুন, সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের মিলনায়তনে ‘অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা’র বর্ণাঢ্য জীবনালেখ্য ও মিলন উৎসব’ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধিত করার মাধ্যমে বিদায় জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকে আছেন। তাঁর জ্ঞান ও কর্মদক্ষতা দিয়ে পেশাগত জীবনকে পরিপূর্ণ করেছেন। আজকের বিদায় নিয়ম রক্ষার বিদায়। আনুষ্ঠানিক ভাবে তিনি বিদায় নিলেও তিনি সব সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সঙ্গেই থাকবেন। বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে তাকে বার বার ডাকা হবে। তিনি কখনো সাবেক হবেন না। তিনি সব সময় আমাদের সঙ্গেই থাকবেন।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা একজন কর্মবীর। তাঁর জীবন পরিপূর্ণ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক ডা. মোহাম্মদ হাবিবুর রহমান দুলাল প্রমুখ স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান WHO, UNICEF, Save the children, ICDDRB, ‡ckvRxex msMVb-পেশাজীবী সংগঠন- BPA, BNF, BPS, OGSB Ges Govt. প্রতিনিধিগণ ডা. মোহাম্মদ সহিদুল্লাÕর vস্মৃতিচারণ করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অধ্যাপক ডা. মুহাম্মদ সহিদুল্লা’র পরিবার, তাঁর বন্ধু-বান্ধব এবং বিশ্ববিদ্যালয় বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ এবং ইনস্টিটিউটের শিশু নবজাতক বিভাগের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
নবজাতক বিভাগের চেয়াম্যান অধ্যাপক ডা. সঞ্জয় কুমার দে স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুলল্লা’র স্মৃতিচারণসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা’র বর্ণাঢ্য জীবনালেখ্য এর উপর একটি ডকুমেন্টরী প্রদর্শন করা হয়।