চট্টগ্রামে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা-২০২২ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ আসন্ন পবিত্র ঈদ-উল আযহা-২০২২ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ৩০ জুন, দামপাড়া পুলিশ লাইন্স কনফারেন্স হলে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামিনুর রহমান।

সভায় আসন্ন পবিত্র ঈদ-উল আযহা-২০২২ উপলক্ষে গবাদি পশু ক্রয়-বিক্রয়, চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহন, জাল নোটের ব্যবহার রোধ এবং পশুহাটের সার্বিক আইন শৃংঙ্খলা নিয়ন্ত্রণের লক্ষ্যে দায়িত্বরত সরকারি বেসরকারি অন্যান্য সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় সেখানে সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জবৃন্দ, বিভিন্ন সরকারী বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, পশু হাটের ইজারাদার এবং চামড়া ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *