দুদকের নতুন ১২টি সমন্বিত জেলা কার্যালয় উদ্বোধন

Uncategorized জাতীয়

নিজস্ব প্রতিবেদক ঃ রবিবার ৩ জুলাই , দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, গোপালগঞ্জ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
শুভ উদ্বোধন ঘোষণা করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ। জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মাধ্যমে এবং ফেস্টুন উড়ানো সহ ফিতা কেটে জেলা কার্যালয়, গোপালগঞ্জ এর শুভ উদ্বোধন করা হয় |

শুভ উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মোঃ আক্তার হোসেন,পরিচালক , দুর্নীতি দমন কমিশন ,বিভাগীয় কার্যালয় ঢাকা| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়েশা সিদ্দিকা , পুলিশ সুপার , গোপালগঞ্জ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মীর জয়নুল আবেদন শিবলী, পরিচালক, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা |

প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন| সভাপতির বক্তব্য রাখেন রাশেদুর রহমান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোপালগঞ্জ । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান সহ সুধী ও গুণীজন, উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

চেয়ারম্যান দুদক, গোপালগঞ্জের নব দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মোঃ সিফাত উদ্দিন কে পরিচয় করিয়ে দেন। চেয়ারম্যান তার বক্তব্যে অত্র কার্যালয়ের মাধ্যমে জাতির পিতার জন্মস্থান এ পুণ্যভূমি গোপালগঞ্জ দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে মর্মে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন| দোয়া মোনাজাত শেষে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়|
অনুষ্ঠান সঞ্চালনা করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুর এর উপ পরিচালক রেজাউল করিম।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *