নিজস্ব প্রতিনিধি ঃ রাজশাহী মহানগরীতে আরো একটি সুউচ্চ বিদ্যুৎ লাইটের পোল ( হাই মাস্ট পুল উইথ লাইটিং সিস্টেম ) এর উদ্বোধন করা হয়েছে। বুধবার ৬ জুলাই, রাত সাড়ে ৮টায় সুইচ টিপে নগরীর বিহাস মোড় এলাকা আলোকায়নের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এই হাইমাস্ট পোলের উচ্চতা ৪০ ফুট। পোলে বিদ্যুৎ সাশ্রয়ী ১৫টি এলইডি লাইট লাগানো হয়েছে।
উদ্বোধন কালে রাজশাহী সিটি কর্পোরেশনের পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটির সভাপতি ও ২৫নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু, ৩০নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম পিন্টু, মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) আসাদুজ্জামান সুইট, উপ-সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম সুমন, তানভীর হাসান সজিব ও কামাল পারভেজ সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এরআগে ১৬টি মোড়ে ৫২ ফুট উচ্চতার হাইমাস্ট পোলের মাধমে নগরীর আলোকায়ন করা হয়। আলোকায়নে শহরের সৌন্দর্য্য বৃদ্ধি পেয়েছে এবং নগরবাসীর চলাচল নিরাপদ হয়েছে।