বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় নির্মিত ‘অভিশপ্ত আগস্ট’ নাটকটি মঞ্চায়িত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল শুক্রবার ১৫ জুলাই, সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর, অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় নির্মিত ‘অভিশপ্ত আগস্ট’ নাটকটি মঞ্চায়িত হয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নৃশংসভাবে হত্যাকান্ডের উপর ভিত্তি করে নির্মিত এ নাটকটি। ইতিহাসে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা বিরল।

নাট্যানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাজহারুল ইসলাম, অ্যাডিশনাল আইজিপি, এইচআরএম, পুলিশ হেডকোয়ার্টার্স,বাংলাদেশ পুলিশ।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)- এর তথ্য, সংকলন ও গবেষণায় এবং পুলিশ পরিদর্শক জাহিদুর রহমানের রচনা ও নির্দেশনায় নির্মিত ‘অভিশপ্ত আগস্ট’
নাটকটির বিভিন্ন চরিত্রে বাংলাদেশ পুলিশের সদস্যরা অভিনয় করেছেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *