নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার ৩ আগস্ট রাজধানীর বাড্ডা এবং তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ১১০ মি.লি. কম প্রদান করার অপরাধে মক্কা সিএনজি রিফুয়েলিং স্টেশন, চ-১০৭/১-এ, উত্তর বাড্ডা, ঢাকা-কে টাকা ৫০,০০০ (পঞ্চাশ হাজার) এবং তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ৫০ মি.লি. কম প্রদান করার অপরাধে সিটি সিএনজি রিফুয়েলিং স্টেশন, ৩২, শহীদ তাজউদ্দিন আহমদ স্মরনী, তেজগাঁও শি/এ, ঢাকা-কে টাকা ৫০,০০০ (পঞ্চাশ হাজার) সর্বমোট টাকা ১,০০,০০০ (এক লক্ষ) মাত্র জরিমানা করা হয়।
এছাড়া বাড্ডা থানাস্থ এলাকায় অবস্থিত সিটিজেন সিএনজি এন্ড পেট্রোলিয়াম ফিলিং স্টেশন, ৯৫/১, প্রগতি স্মরনী, বাড্ডা, ঢাকা এবং মালিবাগ অটো সার্ভিস (ফিলিং স্টেশন), ৫৮/৩, চৌধুরীপাড়া, ডিআইটি রোড, ঢাকা-১২২৯ এ মোবাইল কোর্ট পরিচালনাকালে ২টি ফিলিং স্টেশনে তেল পরিমাপে সঠিক পাওয়া যায়।
উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উপ-পরিচালক মোঃ রিয়াজুল হক এবং সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল আলম এর উপস্থিতিতে (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে আহমেদ হোসেন, পরিদর্শক (মেট্রোলজি), বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ঢাকা দায়িত্ব পালন করেন।