নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ৭ আগস্ট রাত ৩ টা ২০ মিনিটের সময় গাজীপুর বাসন থানা পুলিশ জয়দেবপুর টু চান্দনা-চৌরাস্তাগামি রাস্তার উপর ডাকাত দলের সদস্যরা ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহন করছে বলে গোপন সংবাদ পায়। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান পরিচালনা কালে ডাকাত দলের সদস্য শহিদুল ইসলাম @ নবাব (২৪), মোঃ মোবারক হোসেন (১৯), মোঃ মামুন (২৪), সিরাজুল ইসলাম সিফাত (২১), মোঃ দেলোয়ার হোসেন @দেলু (২৮), এবং মোঃ রিপন মিয়া (২৮) দের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকালে ডাকাত দলের চার-পাঁচজন অজ্ঞাতনামা সদস্য দৌড়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যদের নিকট হতে ডাকাতির কাজে ব্যবহৃত ২ টি চাপাতি,২টি সুইচ গিয়ার চাকু ও ৬ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।আসামীদের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা চলমান। উক্ত ঘটনায় বাসন থানায় মামলা রুজু হয়েছে।
