প্রথম ‘বঙ্গমাতা অদম্য উদ্যোক্তা’ অনুদান পেলেন যারা

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ২৫০ জন নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে মোট এক কোটি ২৫ লাখ টাকা অনুদান প্রদান করেছে আইসিটি বিভাগ। আইডিয়া প্রকল্পের অধীনে আইসিটি প্রতিমন্ত্রীর প্রতিশ্রুত ২ হাজার নারীকে অনুদান দেয়ার অংশ হিসেবে প্রথম ধাপে এই অনুদান দেয়া হয়। এর মধ্যে সংগঠন হিসেবে সবচেয়ে বেশি সদস্য হিসেবে উইমেন এন্ড ই-কমার্স (উই) এর ১৮৮ নারী উদ্যোক্তা এই অনুদান পেয়েছেন। এছাড়াও ই-ক্যাবের ২০ জন নারী উদ্যোক্তা রয়েছেন। বাকি ৪২ জনের মধ্যে আনন্দমেলা থেকে ৩১ এবং উইমেন অন্ট্রপ্রিনিউরস্ অব বাংলাদেশ (ওয়েব) থেকে ১১ জন এই অনুদান লাভ করেছেন।
অনুদান প্রাপ্তদের মধ্যে উইমেন এন্ড ই-কমার্স (উই) এর সদস্যরা হলেন- জান্নাতুল ফেরদৌস মহুয়া, শাহিদা আক্তার আলম, মুক্তা আক্তার, তাসফিয়া আফরোজ, শাহিনুর আক্তার, মোছাঃ শামছুন্নাহার সুমা, সালমা পারভিন, ফেরদৌস আক্তার, শাকিলা জামান, শিরিন নারী অরুনা, সাফিনাজ আক্তার, ফারহানা আক্তার, নাজমুন নাহার রূপা, ফারাহ ইউসুফ দিবা, ফারজানা ট্যানি, আশরাফুন নাহার, মোছাঃ নার্গিস পারভীন, সুলতানা রাজিয়া পলি, রাকিবা আহমেদ, শায়লা পারভিন, সামিয়া ফারাহ, ফারজানা তাবাসসুম, নিসাত সুলতানা, রাজিয়া কবির, মোছাঃ তাহমিনা আক্তার, শওকত আরা ফাতেমা মৌ, তাজরিন তামান্না ইসলাম, লুবা নিগার, নিপা সেনগুপ্ত, তুলি সরকার, আরিফিন পারভিন লিজা, মোছাঃ কাশ্মীরি সুলতানা, ফরিদা পারভিন, জাহানুর বেগম, দীপা বণিক, শামীমা ইসলাম কান্তা, তানিয়া সুলতানা, সোহেলিয়া আক্তার, জান্নাতুল ফেরদৌস তিথি, প্রিয়াঙ্কা নাগ, নাজমুন নাহার, আয়েশা আক্তার, নহরে জান্নাত, তানজিনা আফরোজ, সামিনা চৌধুরী, অর্পিতা বড়ুয়া, আকসা এসাদোরা হোইমো, জোহোরা তানজিন ইন্তিয়া, শামীম আরা, রুকসানা তরফদার, ফাতেমা বেগম, আঞ্জুম জামান, সায়েমা আফরোজ বৃস্টি, শাহানা বেগম, নুর-ই-নাজমিন লুনা, সাবিকুন্নাহার, সানোয়ারা আক্তার (শানু), শাহানা আক্তার শিমু, তাসলিমা আক্তার, আয়েশা আক্তার, ওয়াকিমুন্নেছা অমিনা, শেখ লায়লা পারভিন সান্তা, ফারহানা আক্তার লাকি, খ ম সাহা, রোয়েদা টাঙ্গিদা, কানিজ ফাতেমা সাথী, ফারহানা ইয়াসমিন মুক্তা, আসমা আক্তার, নাজমা পারভীন, শারমিন সাঈদ, ফাহিমা উত্তরা পারভীন, জেসমিন আক্তার সুমি, ফারজানা আক্তার, নাহিদা আজমিন নিশু, সালমা আক্তার, শামীমা নাসরিন, ইফফাত সোলায়মান লুবনা, জিনিয়া আফরিন, ইশরাত জাহান, সৈয়দা লুৎফুন নাহার, ফারহানা ফেরদৌস, বাম্পী রায়, দৃষ্টি রানী কুন্ডু, খাদিজা তুল কুবরা, হাশি কুরেশি, মরিয়ম চৌধুরী, রাবেয়া আক্তার, রিমা আক্তার, সুরাইয়া ইয়াসমিন, তাবাসসুম বিনতে ইসলাম শেফা, পূর্ণিমা রায়, রীমা পারভিন, অর্পিতা দাস, নিলুফার ইয়াছমিন, ফারজানা ইয়াসমিন, সুলতানা পারভীন, সামিয়া তাহিন, ফয়জুন্নেসা আইভী, পারভিন বেগম, নাসিমা খাতুন, সাবিকুন্নাহের মারিয়া, নিপা আক্তার, হাবিবা খাতুন প্রীতি, সানজিদা খানম, সুরভি মোদক, শামীমা জাহান, সারমিনা, আরাফাতুন ফেরদৌস বৃষ্টি, ঐন্দ্রিলা ঘোষ, হালিমা খাতুন মুক্তা, শোহাইবে রুমি, মনিরা বেগম, ফারহান ইসারিন, মনিকা দাস, মীর তানজিলা ব্লক তানু, রুমানা পারভিন, শাহিনা আক্তার, পলি রায় চৌধুরী, শারমিন আক্তার, জহুরা আক্তার, সুফিয়া সুলতানা, জান্নাতুন ফেরদৌস উইলি, সুমাইয়া তাবাসসুম, সেলিনা পারভীন, তহমিনা বেগম, প্রফেলা আকতার, শারমিন সুলতানা, রোজিনা আক্তার, নাহিদা আক্তার, সেগুপ্ত হাসান চৌধুরী,বর্নালী চক্রবর্তী, ফাতেমা তুজ জহুরা, শাজেদা পারভিন, রোকসানা আক্তার, শাহানা আক্তার মুক্তা, সোনিয়া শারমিন, মাহফুজা সিদ্দিকা, সালমা বেগম, ফারজানা আফরোজ, ফারহানা ইয়াসমিন লিলি, নাছিমা আক্তার, ফাতেমা বিনতে আলম, রুমা আক্তার, শারমিনা নিশ্চিন্ত, নূরুন্নাহার লিলি, সাদিয়া আফরিন, আসমা সুলতানা চৌধুরী, তানজিলা আক্তার, সীমা রাণী রায়, রোজিনা ইসলাম রোজি, কেয়া দেওয়ান, মোসাম্মৎ নাসরিন সুলতানা তানিয়া, সাদিয়া ইসলাম তমা, কুহেলী চাকমা, জিনা চাকমা, সুরাইয়া খানম রোতনা, ইসরাত হাদী, শিলা আক্তার, রুমানা ফেরদৌস মেখলা, মুক্তা খন্দকার, নাদেরা সাবরিন, বিপাশা দাস, নাইমা আক্তার, মঞ্জুরা আক্তার, ফারহানা আলী, ময়না খাতুন, স্নিগ্ধা দত্ত তিথি, লিনা নাসরিন বনি, মাবিয়া ফেরদৌস মিলি, রোমানা সুলতানা, জোবেদা, রিপা রহমান, শাম্মী নাজ, নভেরা শোবনম নতুন, মাহবুবা আক্তার জাহান, সাদিয়া আফরিন, জ্যোৎস্না আক্তার প্রেম, সাবরিনা আক্তার, মুনতাহার রহমান, ফাতেমা কবির মুক্তা, সৈয়দা লুৎফা ফাহমিদা, জুলেখা ইসরাত জুলি, রাশমিন আরা বিশাস, মেঘনা খাতুন, আয়েশা সিদ্দিকা, ফাতেমা আহমেদ, ইসরাত জাহান এবং মোছাঃ আনার কলি। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই-ক্যাব সদস্যদের মধ্য থেকে প্রথম ধাপে অনুদান প্রাপ্তরা হলেন- আমাইরা মার্ট উদ্যোক্তা সাবিহা ইসলাম, পশ ওয়ার্ল্ড এর নুজহাত আক্তার , কারু কর্ম উদ্যোক্তা সৈয়দা ফাতেমা মৌ, প্রীতিলতা উদ্যোক্তা রোজিনা খাতুন , সামিয়া বুটিকস উদ্যোক্তা ফাতেমা আক্তার, চারু শপ উদ্যোক্তা মাহমুদা বেগম, টেকনো এইড বিডি উদ্যোক্তা মাফরুজা আক্তার, জাফরিনস ফ্যাশনের জাফরিন ইসলাম, লেইসফিতা ডটকম এর তানজিয়া নাসরিন, বাহারিকা উদ্যোক্তা সাদিয়া ইসলাম মিতু, আঁখি’স কালেকসন এর সালমা রহমান, নওরিনস মিরর এর হোসনে আরানুরী, ফর ইউ উদ্যোক্তা জাহেনূর সুলতানা, টিএএম ক্রিয়েশেন এর তানহা আক্তার মুক্তা, এসএ ক্র্যাফ্ট ওয়ার্ল্ড উদ্যোক্তা সেলিনা আক্তার, অ্যানা ফ্যাশন বুটিক এর নার্গিস আহমেদ, আওয়ার অ্যাঞ্জেলস এর ফাহিমা পারভিন প্রিয়াঙ্কা, অবোনি উদ্যোক্তা নাজিয়া বিনতে হারুন, স্যাম দ্য ক্র্যাফ্ট এর নাফিসা তাসনিম এবং কল্পতরু উদ্যোক্তা শাম্মী আক্তার। মোট অনুদানপ্রাপ্তদের মধ্যে শারীরিক ভাবে অক্ষম এবং ৪জন রূপান্তরিত লিঙ্গের উদ্যোক্তাও রয়েছেন। এই প্রান্তিক নারী উদ্যোক্তার মধ্যে রয়েছেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের (ইউডিসি) ১২ জন উদ্যোক্তাও।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *