মেরিটাইম সেফটি এন্ড মেরিটাইম সিকিউরিটি স্কুলে কোর্স সমাপনী অনুষ্ঠানের ব্যবহারিক প্রশিক্ষণ পরিদর্শন এবং সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ বৃহস্পতিবার ১১ আগস্ট বাংলাদেশ কোস্ট গার্ড প্রশিক্ষণ ঘাঁটি বিসিজি বেইস অগ্রযাত্রার “মেরিটাইম সেফটি এন্ড মেরিটাইম সিকিউরিটি” স্কুলে UNODC ও GMCP এর তত্ত্বাবধানে ” Visit Board Search and Seizure (VBSS) For Officer” কোর্স সমাপনী অনুষ্ঠানের ব্যবহারিক প্রশিক্ষণ পরিদর্শন এবং সনদপত্র প্রদান করেন বাংলাদেশ কোস্টগার্ড এর উপ-মহাপরিচালক কমডোর এম এনামুল হক, (সি), পিএসসি বিএন।

উল্লেখিত প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ডাকাতি দমন ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যু দমন, সমুদ্র বন্দর সমূহে নিরাপত্তা প্রদানের ধারাবাহিকতার মান আরো উন্নত ও যুগোপযোগী হবে বলে প্রতিয়মান।

এ অনুষ্ঠানে উপ-মহাপরিচালক বাংলাদেশ কোস্ট গার্ড এর নিকট UNODC কর্তৃক প্রশিক্ষণের নিমিত্তে ১ টি Suzuki 4 Stroke প্রশিক্ষণ বোট হস্তান্তর করা হয়।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *