নিজস্ব প্রতিবেদক ঃ বৃহস্পতিবার ১১ আগস্ট, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং কর্তৃক ঢাকা মহানগরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে ইমারত নির্মাণ সামগ্রী (বালু, পাথর, ইট ও সিমেন্ট) রাস্তার পাশে খোলা অবস্থায় রেখে বায়ু দূষণ করার অপরাধে ৩ টি নির্মাণাধীন বাড়ীর মালিক-প্রতিনিধি যথাক্রমে, মতিয়ার রহমান সর্দারের বাড়ী, ১৪৪/৩ দক্ষিণ পীরেরবাগ, মিরপুর, ঢাকা, মোঃ মাসুদ গং এর বাড়ী, পশ্চিম কাফরুল, ঢাকা এবং মোঃ মারুফ হোসেন গং এর বাড়ী, পশ্চিম কাফরুল, ঢাকা কে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।