মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ আগষ্ট) বিকালে নবগঙ্গা ডিগ্রী কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী-লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী-লীগের সভাপতি ওহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, লোহাগড়া উপজেলা আওয়ামী-লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন,সাধারণ সম্পাদক ও লোহাগড়া পৌর-মেয়র সৈয়দ মসিয়ুর রহমান,জেলা আওয়ামী-লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জরুল করিম মুন,লোহাগড়া পৌর আওয়ামী-লীগের সভাপতি কাজী বনি আমিন,লোহাগড়া উপজেলা আওয়ামী-লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্না,জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও দিঘলিয়া ইউনিয়নের কৃতী সন্তান হাবিবুর রহমান তাপস, লোহাগড়া উপজেলা স্বেচ্ছাসেবক-লীগের সাধারণ সম্পাদক রোমান রায়হান,উপজেলা ছাত্র-লীগের সভাপতি সজীব মুসল্লী,সাধারণ সম্পাদক মারুফ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া ও বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তা’রা বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শগত দিক তুলে ধরে সকলের সামনে শেখ মুজিবুর রহমানের জিবনি তুলে ধরেন। পাশাপাশি আগষ্ট মাসের শোক কে শক্তিতে রূপান্তরিত করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বশী আওয়ামী-লীগকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় ক্ষমতায় আনতে জোরালোভাবে কাজ করার আহবান জানান নেতাগণ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ট নির্মম হত্যাযজ্ঞে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ করা হয়। অনুষ্ঠানে তৃণমুল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।