যশোর জেলা পুলিশ কর্তৃক বঙ্গবন্ধু’র ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

সুমন হোসেন (যশোর) ঃ বুধবার ৩১ আগস্ট সকাল ১০ টায় যশোর পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ মহাকাব্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম।

অনুষ্ঠানের শুরুতেই উপস্থিত সকলে দাঁড়িয়ে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন এবং পরবর্তীতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
এরপর যশোর জেলার পুলিশ সুপার ও অত্র অনুষ্ঠানের সভাপতি প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম বক্তব্য রাখেন।

তিনি বঙ্গবন্ধুর স্মৃতিচারণের মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর আত্মজীবনী তুলে ধরেন। তিনি আরো উল্লেখ করেন বঙ্গবন্ধু সারা জীবন এদেশের জন্য দিয়ে গেছেন কিন্তু সেই বঙ্গবন্ধুকেই স্বপরিবারে জীবন দিতে হলো এদেশের কিছু বিপদগামী সেনাসদস্যের হাতে। তিনি এটাও বলেন, এর চেয়ে কলঙ্কময় অধ্যায় বাঙালি জাতির কাছে আর কিছু হতে পারে না। পরিশেষে তিনি উপস্থিত সকলকে বঙ্গবন্ধুর আত্মজীবনী সম্পর্কে জ্ঞান অর্জন করতে আহ্বান করেন।

এসময় আরো বক্তব্য রাখেন রেশমা শারমিন, পিপিএম, পুলিশ সুপার, পিবিআই, যশোর সহ জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ, তারা সকলেই বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ‘‘ক” সার্কেল, যশোর।

উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের সকল ইউনিট, পিবিআই, সিআইডি ও হাইওয়ে পুলিশ থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *