রাজশাহী মহানগরীতে অটোরিক্সার পূর্বের ভাড়াই বহাল থাকবে

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল মঙ্গলবার ৩০ আগস্ট
রাজশাহী সিটি কর্পোরেশনের ইজিবাইক, অটোরিক্সা ইত্যাদি নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উক্ত কমিটির সভাপতি, রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু।

সভার সভাপতি সরিফুল ইসলাম বাবু জানান, সভার সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী মহানগরীতে চলাচলকারী সকল অটোরিক্সার ভাড়া রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত পুর্বের ভাড়ায় বহাল থাকবে। আগামীতে অটোরিক্সা ও চার্জার রিক্সার ভাড়া বৃদ্ধির বিষয়টি রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বিবেচনা করবে।

তিনি আরো জানান, রাজশাহী সিটি কর্পোরেশনের যথাযথ কর্তৃপক্ষের নিকট কোন আবেদন অথবা প্রস্তাব উপস্থাপন ও পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ ভাড়া বৃদ্ধির দাবিতে গত ২৮ ও ২৯ আগস্ট রাজশাহী মহানগরীতে অটোরিক্সা চালকগণ কর্তৃক আন্দোলনের নামে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে জনদুর্ভোগ সৃষ্টির ঘটনা কোনভাবেই কাম্য নয়। রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যেই উদ্ভুত পরিস্থিতি সমাধানে সক্ষম হয়েছে। ধর্মঘট চলাকালে জনদুর্ভোগ লাঘবে রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপ সাময়িকভাবে সিটি বাস সার্ভিস চালু করেছিল। এজন্য সভা থেকে তাদের ধন্যবাদ জানানো হয়।

সভায় ইজিবাইক ও অটেরিক্সার অটোমেশন কার্যক্রম জোরদারকরণের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাসিকের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম,আরএমপির ট্রাফিক ইন্সপেক্টর-১ আতাউল আল কোরাইশী, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ, ট্যাক্সেশন কর্মকর্তা লাইসেন্স সারওয়ার হোসেন, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর, সাধারণ মোঃ রিমন, রাজশাহী মহানগর রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মফিজুল হক, সাধারণ সম্পাদক মোঃ মাসুদুজ্জামান কাজল, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ রাজশাহী মহানগরের সভাপতি মোঃ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত, রাসিকের উপ-ট্যাক্সেশন কর্মকর্তা কাজী আনোয়ারা দিল, সহকারী প্রোগ্রামার মোসাঃ হোসনে আরা, মোঃ হেলালুজ্জামান সরকার, পরিদর্শক মোঃ সাইদুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *