নিজস্ব প্রতিবেদক ঃ সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট জ্বীনের ২ বাদশা কে গ্রেফতার করেছে। সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া, বিপিএম, পিপিএম, অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ এর সার্বিক তত্ত্বাবধানে ও নির্দেশনায় সিরিয়াস ক্রাইম ইউনিটের এসআই মোঃ সিরাজ উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযান পরিচালনা কালে আসামী মোঃ নেছার উল্ল্যাহ (২২) এবং মোঃ আমান উল্ল্যাহ (২৮) দ্বয়কে ৩১ আগস্ট দিবাগত রাত্র ২ টা থেকে ৬ টার মধ্যে ডিএমপি, ঢাকার দক্ষিণখাঁন থানাধীন শিয়ালডাঙ্গা, কাওলা নামক স্থান হতে গ্রেফতার করে।
উপরোক্ত আসামীগণ ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে আধ্যাত্মিক বিজ্ঞাপন প্রচার করে। উপরোক্ত বিজ্ঞাপন দেখে বিভিন্ন লোকজন প্রলুব্ধ হয়। যাতে সকল সমস্যা সমাধান করতে পারে এমন বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নাম্বার দেখে বাদীর মা জর্ডান প্রবাসী ফোন দিয়ে জানতে চান তার পাওনা টাকা আদায় করে দিতে পারবে কিনা ?
জ্বীনের বাদশা প্রতারক চক্রের সদস্যরা পারবে বলে বিভিন্ন কৌশলে তার কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সর্বমোট ২০,০০,০০০ (বিশ লক্ষ) টাকা উক্ত আসামীদ্বয়সহ তাদের সহযোগী প্রতারকরা হাতিয়ে নেয়। এরা আরো অসংখ্য লোকজনের কাছ থেকে প্রতারণা করে অনেক টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করে।
উক্ত ঘটনায় বাদির আবেদনের প্রেক্ষিতে ভাটারা থানার মামলা নং ৪৫(১০)২১ ধারা- ৪২০/৪০৬/৫০৬ পেনাল কোড রুজু করা হয়। তদন্তে প্রাপ্ত আসামীগণ অনেকের কাছ থেকে প্রতারণা করে আর্থিক ভাবে লাভবান হয়েছেন।
এই চক্রের অন্যান্য সদস্যদের তথ্য ও গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত আছে।
জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিআইডির সিরিয়াস ক্রাইম ইউনিট কাজ করে যাচ্ছে।